নৌকা নিয়েও ফলাফলে পিছিয়ে আছে কণ্ঠশিল্পী মমতাজ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


নৌকা নিয়েও ফলাফলে পিছিয়ে আছে কণ্ঠশিল্পী মমতাজ
কণ্ঠশিল্পী মমতাজ | ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।


নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে গতবারের সংসদ সদস্য মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক) প্রতীকে- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা) প্রতীকে- ২৩,৭৬১ ভোট পেয়েছেন।


আরও পড়ুন: ১৭ কেন্দ্রে একটিও ভোট পড়েনি মাহির ট্রাকে


এর আগে, নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস আছে যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে।


প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচীত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হন। এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


এমএল/