চার সেঞ্চুরির ম্যাচ ড্র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চার সেঞ্চুরির ম্যাচ ড্র

টেস্টের চতুর্থ দিনই মিলছিল ড্রয়ের আভাস। কিন্তু, জো রুটের সেঞ্চুরির পর ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে অন্য রোমাঞ্চ উঁকি দিয়েছিল। শেষ ইনিংসে ক্যারিবীয়দের চার উইকেট তুলে নিয়ে লড়াই আরও জমিয়ে দেয় ইংল্যান্ড। কিন্তু, শেষ পর্যন্ত ফল এলো না এ টেস্টে। অ্যান্টিগায় চার সেঞ্চুরির ম্যাচটিতে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।

৬৭ রানে চার উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ মূলত রক্ষা পেয়েছে এনক্রুমা বোনার ও জেসন হোল্ডারের ব্যাটে। দুজনে মিলে দিনের শেষ অংশ ব্যাট করে দলকে এনে দিয়েছেন স্বস্তির ড্র।

এ ম্যাচে দাপট ছিল ব্যাটারদেরই। প্রথম চার দিনে দুদলের পড়েছে মাত্র ২১টি উইকেট। উইকেটের সুযোগ নিয়ে সেঞ্চুরিতে মেতেছেন ব্যাটারেরা। দুদলের মোট চার জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের তিন জন এবং একজন ওয়েস্ট ইন্ডিজের।

টেস্টের প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৩১১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। সেঞ্চুরিয়ান বেয়ারস্টো খেলেন ১৪০ রানের ইনিংস। বিপরীতে প্রথম ইনিংসে বোনারের সেঞ্চেুরিতে ৩৭৫ রান করে ওয়েস্টি ইন্ডিজ। ৩৫৫ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন বোনার।

এরপর পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দাপট দেখায় ইংল্যান্ড। এ ইনিংসে সেঞ্চুরি হাঁকান জো রুট ও জ্যাক ক্রলি। জোড়া সেঞ্চুরিতে ৩৪৯ রান তোলে ইংলিশরা। জো রুট খেলেন ১০৯ রানের ইনিংস। আর, ক্রলি উপহার দেন ১২১ রানের ইনিংস। ২৮৬ রানে লক্ষ্য দিয়ে ইনিংস ছাড়ে ইংলিশরা।

এর জবাব দিতে নেমে শেষ পর্যন্ত ১৪৭ রান করে ড্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে উইকেটে থাকা হোল্ডার ৩৭ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন বোনার।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১১
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৭৫

ইংল্যান্ড ২য় ইনিংস : ৬৩.২ ওভারে (আগের দিন ২১৭/১) ৮৮.২ ওভারে ৩৪৯/৬ (ডি.) (ক্রলি ১২১, রুট ১০৯, লরেন্স ৩৬, স্টোকস ১৩, বেয়ারস্টো ১৫*, ফোকস ১, ওকস ১৮*; রোচ ১৯-২-৫৩-২, সিলস ১৩-২-৫৭-০, হোল্ডার ১৬-২-৫৬-১, জোসেফ ২৩.২-৩-৭৮-৩, পেরমল ১২-০-৬৪-০, ব্র্যাথওয়েট ৪-০-১৪-০, বনার ১-০-৮-০)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৬) ৭০.১ ওভারে ১৪৭/৪ (ব্র্যাথওয়েট ৩৩, ক্যাম্পবেল ২২, ব্রুকস ৫, বনার ৩৮*, ব্ল্যাকউড ২, হোল্ডার ৩৭*; ওকস ৯-১-২২-০, লিচ ৩০.১-১৪-৫৭-৩, ওভারটন ১০-২-২৩-০, রুট ২০-৬-০, স্টোকস ১৩-৩-২৪-১, লরেন্স ৬-৩-৭-০)।

ফল : ম্যাচ ড্র্
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ০-০ সমতা।
ম্যান অব দ্য ম্যাচ : এনক্রুমা বনার।

এসএ/