মিরপুরে যা বললেন সাকিব আল হাসান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪


মিরপুরে যা বললেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে জয় লাভ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই রেশ না কাটতেই পর দিনই ব্যাট-প্যাড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।


সোমবারই (৮ জানুয়ারি) প্রথম ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন তিনি। নতুন এই সংসদ সদস্য সাকিবকে বরণ করে নিয়েছেন মিরপুরের মাঠ-কর্মীরা। পেয়েছেন ফুলের মালা। ওঠে স্লোগানও।


আরও পড়ুন: পাকিস্তান অধ্যায় শেষে গ্ল্যামারগানের দায়িত্বে ব্র্যাডবার্ন


আর এইসব আয়োজন দেখে সাকিব বলেছেন, “এটা কিন্তু রাজনীতির মাঠ নয়, ক্রিকেট মাঠ। আমরা আগের জায়গাতেই আছি।”


আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন বাঁহাতি স্পিনার তাইজুল


কোচ নাজমূল আবেদীনের সাথে প্রায় ২০ মিনিট মিরপুরের ইনডোরে ব্যাটিং করেছেন সাকিব। বিপিএল সামনে রেখেই সাকিবের এই প্রস্তুতি। এবার বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। চলতি মাসের ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর।


জেবি/এসবি