না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪
ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই সংগীতশিল্পী। শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তিনাকে। অবশেষে ক্যানসারের কাছে পরাজিত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান বর্ষীয়ান এই শিল্পী।
আরও পড়ুন: ব্যস্ততার ভিতরেই জন্মদিন কাটালেন নুসরাত
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান বর্ষীয়ান এই শিল্পী তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন। ইনায়েত হুসেন খাঁ-সাহিব এই ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের নিকট থেকে। যিনি ছিলেন ওস্তাদ রশিদের দাদু। রশিদ খান তার মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গোলাম মুস্তাফা খাঁ-সাহিবের কাছেও তালিম নিয়েছিলেন।
ওস্তাদ রশিদ খান শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টলিউডের বেশকিছু সিনেমায় জনপ্রিয় সব গান গেয়েছেন।
বিশ্ব বরেণ্য এই সংগীতশিল্পী ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন।
এমএল/