ব্যাপারটা নতুন, আস্তে আস্তে বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪


ব্যাপারটা নতুন, আস্তে আস্তে বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব
সাকিব আল হাসান - ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে নিয়েছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত সাকিব আ হাসানের মন্তব্য, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।


বুধাবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।


আরও পড়ুন: বরিশালে দেখা যাবে প্রোটিয়া হার্ড-হিটার মিলারকে


শপথ নিতে এসে গণমাধ্যমকে সাকিব বলেন, “ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।”


আরও পড়ুন: তড়িঘড়ি করে অনুশীলনে নামার কারণ জানালেন সাকিব


উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।


জেবি/এসবি