মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অতিথি ১৪০০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪
১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, এ অনুষ্ঠানে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ অতিথি আমন্ত্রিত থাকবেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় এ কথা জানান তিনি।
আরও পড়ুন: নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “৭ জানুয়ারি নির্বাচনে যেসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা বৃহস্পতিবার শপথ নেবেন। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়ে থাকে, এবারো তাই হবে। সন্ধ্যা ৭টায় এ শপথ হবে।”
আরও পড়ুন: বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ, আপ্যায়নে যা থাকছে
মন্ত্রিসভার সূত্র জানায়, বুধবার এমপিরা শপথ নিয়েছেন। এরপর তাদের মধ্য থেকে নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। প্রথমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। এরপর তাদের দফতর বণ্টন করা হবে।
জেবি/এসবি