প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পঞ্চম ও টানা চতুর্থবারের মতো এ পদে শপথ নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান।


বঙ্গভবনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চার মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন শেখ হাসিনা।


 

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 


জেবি/এসবি