কৃষি মন্ত্রী হলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪
কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার আসন থেকে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
ড. মো. আব্দুস শহীদ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বলেন, বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল। মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিসের মাধ্যমে। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না। কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগ থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হলেন আব্দুর রহমান
তিনি আরও বলেন, বাংলাদেশের যেসব মানুষ বেকার তাদের কৃষিতে কাজে লাগাবো। পতীত পড়ে থাকা জমি চাষের আওতায় আনবো। আমি উদ্যোগ নিয়ে কৃষি কাজে মানুষকে উৎসাহিত করবো।
বুধবার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠন করার আহবান করেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভা গঠন করেন। বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিসভার তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মাহাবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে এ তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: আমি চেষ্টা করব সেই আস্থা বিশ্বাস ও মর্যাদা রাখার: খালিদ মাহমুদ চৌধুরী
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সরকারের হুইপ, সরকার ও বিরোধী দলীয় চিফ হুইপ, সংসদীয় স্থায়ী কমিটির প্রতিশ্রুতি সম্পর্কিত এবং অনুমতি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দায়িত্ব প্রদান করেন।
১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন তিনি। আব্দুস শহীদ বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। তিনি প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমএল/