‘অতীতপুর’ দিয়ে তটিনীর বছর শুরু

জানান দিলেন, ২০২৪ সালটা থাকছে তার দখলেই
বিজ্ঞাপন
জিয়াউল ফারুক হক অপূর্ব সাথে ‘পথে হলো দেরী’ টেলিছবিতে অভিনয় করে গত বছরের শেষ মুহূর্তটা একরকম রাঙিয়ে দিলেন নতুন নায়িকা তটিনী। জানান দিলেন, ২০২৪ সালটা থাকছে তার দখলেই।
সেই রেশ ধরে জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় প্রকাশ হলো তটিনী অভিনীত নতুন নাটক ‘অতীতপুর’। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান। আর এর মাধ্যমে চলতি বছরের খাতা খুললেন তটিনী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শাবনূরের ফেরার সঙ্গী হলেন বাবু
বিজ্ঞাপন
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় ‘অতীতপুর’ নাটকটি রিলিজ হয়েছে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
নির্মাতা জানান, এটা তার প্রথম নাটক। তিনি বলেন, গল্পটি রোমান্টিক ধাচের হলেও এতে দায়িত্ববোধের বার্তা আছে। যেখানে দেখানোর চেষ্টা করেছি, দায়িত্ববোধ অনেকসময় সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে ফেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইয়াশ-তটিনীকে এতে দেখা যাবে অল্প বয়সী দম্পতির চরিত্রে। পরিচালক জানান, ১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় অনুভূত হয় তারই প্রতিচ্ছবি প্রকাশ হবে তটিনীর অভিনয়ের মধ্যে।
এমএল/