Logo

সরিষা ক্ষেতে পরীর দলের হিহি হাহা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৮
68Shares
সরিষা ক্ষেতে পরীর দলের হিহি হাহা
ছবি: সংগৃহীত

বৈরী পরিবেশের মাঝে থেকেও আনন্দ-হাসিতে সময় পার করতে পছন্দ করেন

বিজ্ঞাপন

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি অভিনয়ের পাশাপাশি জীবনে প্রতিটি মুহূর্তই উপভোগ করতে ভালোবাসেন। এ অভিনেত্রী শত বৈরী পরিবেশের মাঝে থেকেও আনন্দ-হাসিতে সময় পার করতে পছন্দ করেন।

যেখানেই পরীমণি যান, সেই জায়গাটিই যেন উৎসবমুখর করে তোলেন। পরী তার বরিশালের গ্রামের বাড়িতে গেছেন। সেখানে প্রতিটিক্ষণ আনন্দে রাঙিয়ে তুলছেন। এসব মুহূর্তের ‍দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে তার ভক্ত-অনুাগীদের সাথে শেয়ার করতেও ভুল করেন নাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়ারি) পরীমণি তার দলবল নিয়ে হানা দিয়েছিলেন গ্রামের একটি সরিষার ক্ষেতে! সেই মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে। এ ছবিতে দেখা গেছে পরীমণি তার দলবল নিয়ে সরিষা ক্ষেতে আনন্দ করছেন। বিভিন্ন ভাবে ছবি তুলছেন।

এ ছবিগুলো সোশ্যাল সাইটে প্রকাশ করে পরীমণি লিখেছেন, এই ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস (রোমাঞ্চকর) ছিল। গাড়িতে বাবুকে (পরীমণির ছেলে রাজ্য) ঘুমে রেখে একটা আননোন (অপরিচিত) মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে রেখে নেমে পরলাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, আবার পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক শেষমেষ হলো। যাকে বলে হতেই হতো আর কি! এবার পালা শাড়ির সাথে ম্যাসিং ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করলাম শেষমেষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনের সময়টাকে ধরে রাখার কথা বলে পরীমণি লিখেছেন, ওদিকে রোদ চলে যায় যায় অবস্থা। দুপুরে খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করে বেড়ানো যায়। যেন উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখনও সূর্য গাছের নিচে! এর মধ্যেই আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এতো সুন্দর সব মুহূর্ত ধরে রাখতে পারলাম।

আনন্দ উচ্ছ্বাসের মুহূর্তের কথা উল্লেখ করে তিনি লেখেন, মোট কথা হলো এই, ও পরী আপু চলো না সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে যেয়ে ছবি তুলি।

বিজ্ঞাপন

সবশেষে পরী আরও লেখেন, আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘণ্টারও কম সময়ের ভিতরে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোরা ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। কাজিনস ফরএভার।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD