সরিষা ক্ষেতে পরীর দলের হিহি হাহা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪
ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি অভিনয়ের পাশাপাশি জীবনে প্রতিটি মুহূর্তই উপভোগ করতে ভালোবাসেন। এ অভিনেত্রী শত বৈরী পরিবেশের মাঝে থেকেও আনন্দ-হাসিতে সময় পার করতে পছন্দ করেন।
যেখানেই পরীমণি যান, সেই জায়গাটিই যেন উৎসবমুখর করে তোলেন। পরী তার বরিশালের গ্রামের বাড়িতে গেছেন। সেখানে প্রতিটিক্ষণ আনন্দে রাঙিয়ে তুলছেন। এসব মুহূর্তের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে তার ভক্ত-অনুাগীদের সাথে শেয়ার করতেও ভুল করেন নাই।
আরও পড়ুন: ‘অতীতপুর’ দিয়ে তটিনীর বছর শুরু
শুক্রবার (১২ জানুয়ারি) পরীমণি তার দলবল নিয়ে হানা দিয়েছিলেন গ্রামের একটি সরিষার ক্ষেতে! সেই মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে। এ ছবিতে দেখা গেছে পরীমণি তার দলবল নিয়ে সরিষা ক্ষেতে আনন্দ করছেন। বিভিন্ন ভাবে ছবি তুলছেন।
এ ছবিগুলো সোশ্যাল সাইটে প্রকাশ করে পরীমণি লিখেছেন, এই ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস (রোমাঞ্চকর) ছিল। গাড়িতে বাবুকে (পরীমণির ছেলে রাজ্য) ঘুমে রেখে একটা আননোন (অপরিচিত) মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে রেখে নেমে পরলাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, আবার পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক শেষমেষ হলো। যাকে বলে হতেই হতো আর কি! এবার পালা শাড়ির সাথে ম্যাসিং ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করলাম শেষমেষ।
আরও পড়ুন: শাবনূরের ফেরার সঙ্গী হলেন বাবু
দিনের সময়টাকে ধরে রাখার কথা বলে পরীমণি লিখেছেন, ওদিকে রোদ চলে যায় যায় অবস্থা। দুপুরে খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করে বেড়ানো যায়। যেন উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখনও সূর্য গাছের নিচে! এর মধ্যেই আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এতো সুন্দর সব মুহূর্ত ধরে রাখতে পারলাম।
আনন্দ উচ্ছ্বাসের মুহূর্তের কথা উল্লেখ করে তিনি লেখেন, মোট কথা হলো এই, ও পরী আপু চলো না সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে যেয়ে ছবি তুলি।
সবশেষে পরী আরও লেখেন, আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘণ্টারও কম সময়ের ভিতরে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোরা ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। কাজিনস ফরএভার।
এমএল/