গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানিয়েছেন, শনিবার বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করবেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন প্রতিমন্ত্রী পলকের
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, “জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।”
জেবি/এসবি