টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান
বিজ্ঞাপন
দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এর আগে, সকাল নয়টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
বিজ্ঞাপন
জানা যায়, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রবিবার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।
জেবি/এসব








