Logo

জায়েদ খানের কোনো কিছুই কোনো দিন দেখিনি: রুনা খান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ২২:১৬
71Shares
জায়েদ খানের কোনো কিছুই কোনো দিন দেখিনি: রুনা খান
ছবি: সংগৃহীত

পাশাপাশি ‘শোধ’ ও সিনেমা ‘বক’, ‘দাফন’-এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

মাত্র এক বছরের ব্যবধানে ৪০ কেজি ওজন কমিয়ে নিজেকে বদলে দিয়েছেন অভিনেত্রী রুনা খান। প্রতিনিয়ত ভক্তের নতুন চকম দিয়ে হাজির হয়েছেন তিনি। কখনও সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। 

নতুন বছর রুনা খান অভিনীত অসময় ওয়েব ফিল্মের ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে একজন আইনজীবী হিসেবে দেখা গেছে। পাশাপাশি ‘শোধ’ ও সিনেমা ‘বক’, ‘দাফন’-এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ওজন কমানোর বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, “ওজন কমানো সম্পর্কে সময়ের আলোচিত এই অভিনেত্রী বললেন, ‘আমি ঘরের ভেতর এক ঘণ্টা হেঁটে, ঘুমাতে গিয়ে বিছানায় এক ঘণ্টা ইয়োগা করে; ইন্দিরা রোডের সতেরশো স্কয়ারফিটের একটা ফ্ল্যাটে ১ বছরে ৪০ কেজি ওজন কমিয়েছি। এটা খুব সহজ বিষয় না। ৪০ কেজি ওজন প্রাকৃতিক উপায়ে কমানো খুব সহজ বিষয় না। আমি দেশ-বিদেশ থেকে অসংখ্য ফোন পেয়েছি। তারা বলেন, আপু, ওজন কমাতে চাই, টিপস দেন। আমার কথা হচ্ছে, আপনি যেকোনো ডায়েটিশিয়ান থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওজন কমাতে যান না কেন, পুরো পথটা ভ্রমণ করতে হবে আপনাকে। জার্নিটা আপনার।”

বিজ্ঞাপন

এদিকে, রুনা খান অভিনয়ের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গন নিয়েও খেয়াল রাখেন। যেমন জায়েদ খান কী করছেন, শাকিব খানের বিষয়ে অভিমত। এসবের সাবলীল উত্তর দিয়েছেন তিনি। আলোচিত অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে রুনা খানের মনোভাব ইতিবাচক। তিনি বলেন, “আমি জায়েদ খানের কোনো কিছুই কোনো দিন দেখিনি। দেখার আগ্রহ তৈরি হয়নি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি কোনো অপরাধ করছেন না। কোনো দিন জায়েদ খানকে আক্রমণ করতেও পারি না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ছোটপর্দার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। “হালদা” চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD