Logo

জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন পূর্ণ মিলন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ২৩:৩৫
87Shares
জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন পূর্ণ মিলন
ছবি: সংগৃহীত

ক্লোজআপ তারকা রিংকুর আদরের ছোট ভাই সংগীত শিল্পী পূর্ণ মিলন বর্তমান সময়ে লোকগান গেয়ে বেশ সুনাম কুড়িয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

দেশের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পূর্ণ মিলনের  জন্মদিন ছিল শুক্রবার (১১ জানুয়ারি)।  নিজের পরিবার, বন্ধু-স্বজন, সহকর্মী ও ভক্তদের কাছ থেকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসেন এই গায়ক।

তারকাদের মধ্যে সামাজিক মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী একটি গ্রুপ ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে পূর্ণ মিলন।’

বিজ্ঞাপন

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ লিখেছেন, শুভ জন্মদিন পূর্ণ মিলন।  

গীতিকার ও সুরকার বাউল আকাইদ লিখেছেন, ‘শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় শিল্পী পূর্ণ মিলন। অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো।’ অভিনেতা জামশেদ শামীম লেখেন, ‘শুভ জন্মদিন শিল্পী।’

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী মিতা মল্লিক লিখেছেন, মিস করেছি ভাইজান। অনেক দোয়া রইলো। গীতিকার রবিউল ইসলাম রবি লিখেছেন, ‘মন খারাপের দিনে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন।’

বিজ্ঞাপন

গীতিকার ও সুরকার প্রিন্স রুবেল লিখেছেন, ‘শুভ জন্মদিন  আদরের ভাই আমার। অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো।’ নিপু আহসান লিখেছেন, ‘মিলন ভাই অত্যান্ত বিনয়ী একজন মানুষ। ভালোবাসা মন থেকেই চলে আসে উনার জন্য।’

মনজ বিশ্বাস নামে একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই অনেক ভালো থেকো সুখে থেকো হাজার বছর বাঁচো জীবনে অনেক বড় হও।’ একসঙ্গে দু'জনের একটি ছবি পোস্ট করে গীতিকবি সাইফুল বারী লিখেছেন, শুভ জন্মদিনের শুভেচ্ছা নিন প্রিয় পূর্ণ মিলন ভাই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ক্লোজআপ তারকা রিংকুর আদরের ছোট ভাই সংগীত শিল্পী পূর্ণ মিলন বর্তমান সময়ে লোকগান গেয়ে বেশ সুনাম কুড়িয়ে যাচ্ছেন। দ্বিতীয় শ্রেণীতে থাকাকালীন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হানিফ শিল্পকলা একাডেমিতে তার সংগীতে হাতে খড়ি তার।তিনি এক যুগ ধরে আছেন বাংলাদেশের অন্যতম বাংলা গানের দল 'আদি ব্যান্ড'র সাথে। এই দলে রয়েছে ফাস্ট ভোকালিস্ট ক্লোজআপ তারকা রিংকু। এছাড়াও বাউল শফি মন্ডল, রিংক, কাজী শুভ, চন্দনা মজুমদার সহ দেশের গুণী শিল্পীদের সঙ্গে রয়েছে তার মিক্সড অ্যালবাম।

বিজ্ঞাপন

বিভিন্ন কোম্পানীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শতাধিক গান। কলকাতার 'গোধূলি বেলা' সিনামেতে বিধিরে শিরোনামে গেয়েছেন একটি গান। ইন্ডিয়া ও দেশের স্টেজ শো'তে নিয়মিত দেখা যাচ্ছে তাকে এবং কি টেলিভিশন প্রোগ্রামে রয়েছে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানে সুর করে থাকেন সংগীতশিল্পী পূর্ণ মিলন। এ পর্যন্ত অর্ধশতাধিক গানে সুর করেছেন তিনি। তার সুরে 'চরিত্র' সিনেমায় নদীরে ওরে নদী তোর শিরোনানের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী রিংকু।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD