কোনোদিন দুর্নীতি করিনি, কাউকে করতেও দেব না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪
জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে উল্লেখ করে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি আমার জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। কাউকে দুর্নীতি করতেও দেব না।
রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কোনো অসুবিধা হলে তিনি আমাকে ফোন করতে বলেছেন, আমি সেটাই করব। যদি কোথাও দেখি দুর্নীতি হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, সেটা বন্ধ করার।”
আরও পড়ুন: ২০২৩ সালে সড়কে ঝরলো ৭৯০২ প্রাণ
তিনি আরও বলেন, “আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব।”
এক প্রশ্নের উত্তরে ডা. সামন্ত লাল সেন বলেন, “গ্রাম-গঞ্জে ডাক্তার থাকে না এটা একটা সমস্যা আমি জানি। এর প্রকৃত কারণ আমি খুঁজে বের করব, তাদের সঙ্গে কথা বলব। আমাকে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেব।”
আরও পড়ুন: মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে গাড়ির চাপে সচিবালয়ে জট
তিনি আরও বলেন, “আমার প্রথম কাজ হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এ বিষয়ে আমি দুই সচিবের সঙ্গে বসে ঠিক করব, কীভাবে কী করা যায়। আমরা যদি সেটা করতে পারি, তাহলে রোগীদের ঢাকায় এসে মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।”
জেবি/এসবি