নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে।
রবিবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হবে।
আরও পড়ুন: মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে গাড়ির চাপে সচিবালয়ে জট
এর আগে শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: অফিস শুরু করলেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।
জেবি/এজে