আবারো ইনজুরিতে কেন উইলিয়ামসন

চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন ক্রিকেটের দুঃখী এই রাজপুত্র
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পুরোদমে মাঠে ফেরার কথা ছিল। তবে এই যাত্রায়ও বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। চোটের কারণে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন ক্রিকেটের দুঃখী এই রাজপুত্র।
ব্ল্যাক-ক্যাপসদের হেড কোচ গ্যারি স্টেড নিউজিল্যান্ডের স্থানীয় এক গণমাধ্যমে কিউই অধিনায়কের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্টেড বলেন, টেস্ট ম্যাচের খুব বেশি একটা দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। আমাদের চেষ্টা থাকবে তাকে (উইলিয়ামসন) যেন টেস্ট ম্যাচে ঠিকঠাকভাবে পাই।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। মাঠেই ব্যাটিংয়ের একপর্যায়ে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা নেন এই টপ-অর্ডার ব্যাটার। তবে একপর্যায়ে মাঠ ছেড়ে উঠে যান তিনি। এরপরই আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয়, আর মাঠে নামবেন না কেন উইলিয়ামসন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্বে কাকে দেখা যাবে, তা এখনও পর্যন্ত জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদিকে দলের নেতৃত্ব দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সিরিজের বাকি ম্যাচ গুলোতে তিনিই নেতৃত্ব ভার তার কাধেই থাকবে।
এমএল/








