ইনজুরি হানা দিয়েছে পাক শিবিরে, একাদশে ৩ পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

শাহিন আফ্রিদির দল চলমান টি-টোয়েন্টি সিরিজের স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে হেরে অনেকটা ব্যাকফুটে ছলে গেছে। পাঁচ ম্যাচের এই সিরিজ বাঁচানোর লক্ষ্যে বুধবার (১৭ জানুয়ারি) তৃতীয় ম্যাচের লড়াইয়ে নামবেন পাকিস্তান দল। তবে এর আগেই পাকিস্তান শিবিরে আবারো হানা দিয়েছে ইনজুরি। তরুণ পেস বোলার আব্বাস আফ্রিদি চোটের অস্বস্তিতে ভুগছেন, তার পরিবর্তে একদিন আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঘোষিত একাদশে নেওয়া হয়েছে অন্য আরএক পেসার ওয়াসিম জুনিয়রকে। একইসাথে পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য একাদশে আরও দুটি পরিবর্তন করা হয়েছে।
আগের দুই ম্যাচ খেলা লেগস্পিনার উসামা মির ছিলেন অনেকটাই খরুচে। সবমিলিয়ে এক উইকেট শিকার করলেও তিনি ১১.২৫ ইকোনমিতে রান দিয়েছেন। সে কারণেই তাকে বিশ্রাম দিয়ে একাদশে ভিড়ানো হয়েছে আরেক স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। এছাড়া অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখানো আমের জামালকেও বসানো হয়েছে এই ম্যাচে। কিউইদের বিপক্ষে বল হাতে গত দুই ম্যাচে তিনি সেভাবে কোনো অবদানই রাখতে পারেননি। ওভার প্রতি রান দিয়েছে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২.১২ ইকোনমিতে। তার পরিবর্তে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পেস বোলার জামান খানকে একাদশে অন্তর্ভূক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আবারো ইনজুরিতে কেন উইলিয়ামসন
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইরা আগে ব্যাট করে ২২৬ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৮০ রানে। ৪৬ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আবারও পরাজয় পায় ২১ রানের ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের আশা জাগিয়েছিলেন বাবর আজম ও ফখর জামানরা। তবে শেষ পর্যন্ত কিউইদের নেওয়া ১৯৪ রানের জবাবে সফরকারীরা অলআউট হয় ১৭৩ রান সংগ্রহ করে। ফলাফল স্বরুপ স্বাগতিক কিউইরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
বুধবার ( ১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৬টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে তৃতীয় ম্যাচের মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। যথাক্রমে দু’দল মোকাবিলা করবে শুক্রবার ও রবিবার (১৯ ও ২১ জানুয়ারি)।
আরও পড়ুুন: মাঠে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন এক দর্শক!
তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান একাদশ : শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, আজম খান (উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, জামান খান এবং হারিস রউফ।
এমএল/