৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪


৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা
ছবি: সংগৃহীত

আগামী চারদিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 


বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।   


তিনি বলেন, চারদিনের মধ্যে চালের দাম কমিয়ে আগের দামে না আনলে মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি৷


খাদ্যমন্ত্রী বলেন, “নির্বাচনে আগের দিন থেকে যেভাবে চালের দাম বেড়েছে। একই পরিস্থিতির মধ্য দিয়ে চালের দাম কমাতে হবে। এর ব্যাতিক্রম হলে ফুড গ্রেইনের লাইসেন্স চেক করা হবে।”


আরও পড়ুন: বায়ুদূষণ কমাতে গবেষণা করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ ডিএনসিসির


দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারাদেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে।


আরও পড়ুন: সটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে বসুন্ধরা পেপার সেক্টর


চাল ব্যবসায়ী ও চালকলের মালিকরা বলছেন, “মিল মালিকদের এবার কৃষকের কাছ থেকে বাড়তি দামে ধান কিনতে হয়েছে। এতে তারা নতুন করে কিছুটা দাম বাড়িয়ে বাজারে চাল ছাড়ছেন।”


জেবি/এসবি