রেলে কালো বিড়াল আছে কিনা সেটা জানা নেই: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪
রেলে কালো বিড়াল আছে কিনা সেটা আমার জানা নেই, তবে রেলে দুর্নীতি আছে বলে জানিয়েছেন নতুন সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
বুধবার (১৭ জানুয়ারি) রেলভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, “আমি রেলের জমি বেহাত হওয়া নিয়ে উদ্বিগ্ন। রেলের যেসব জমি বেহাত হয়েছে সেসব জমি উদ্ধার করা চ্যালেঞ্জ। সব জায়গার সিন্ডিকেটগুলোকে ওভার কাম করতে হবে।”
তিনি আরও বলেন, “রেলের ‘লুজিং কনসার্ন’ হচ্ছে সবাই চেষ্টা করে লস না দেওয়ার জন্য। তবে আমরা চেষ্টা করব এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। আমি দু’দিন বসেছি, বিস্তর সব বিষয় জানতে হবে তারপর বিস্তারিত বলতে পারব।”
আরও পড়ুন: যেই দোষী প্রমাণিত হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জিল্লুল হাকিম জোর দিয়ে বলেন, “রেলের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী যদি চায় তাহলে রেলকে লাভজনক করা কোনো বিষয় না। মন্ত্রণালয়ের উন্নতি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি।”
আরও পড়ুন: পাতানো নয়, বিরোধী দল বয়কট করায় নতুন রণকৌশল: ওবায়দুল কাদের
তিনি বলেন, “কিছুদিনের মধ্যে সরকারি সব সংস্থার সঙ্গে বসে রেলের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টিকিট নিয়ে উন্নত কিছু করার থাকলে তাও করা হবে। যেখানে প্রয়োজন সেখানে ট্রেন দেওয়া হবে।”
জেবি/এসবি