যেই দোষী প্রমাণিত হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪


যেই দোষী প্রমাণিত হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাওয়া যাবে।  এ প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আরও পড়ুন: পাতানো নয়, বিরোধী দল বয়কট করায় নতুন রণকৌশল: ওবায়দুল কাদের


এসময় মন্ত্রী জানান, “নিবন্ধন ছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধে যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা এবং ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে।”


আরও পড়ুন: ৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা


এছাড়া  প্রত্যন্ত অঞ্চলে উন্নত কমিউনিটি সেবা নিশ্চিতে থানা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা জানান ডা. সামন্ত লাল।


জেবি/এসবি