একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
সারাদেশে একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৭১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩
এ বছরে এখন পর্যন্ত দেশে ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৭৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে হয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি
গত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। আর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।
জেবি/এসবি