বরিশালের সামনে রংপুরের নড়বড়ে পুঁজি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


বরিশালের সামনে রংপুরের নড়বড়ে পুঁজি
শামীম পাটোয়ারী | ছবি: সংগৃহীত

ফরচুন বরিশালের বোলারদের দাপটে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে নড়বড়ে পুঁজি দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। দলীয় ৩১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে নরুল হাসান সোহানের দল। দলকে খাদের কিনারা থেকে কিছুটা টেনে তোলেন ব্যাটার নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী ও শেখ মেহেদী। তাদের ব্যাটে ভর করেই ১৩৪ রানের সংগ্রহ পেয়েছে দলটি।


শনিবার (২০ জানুয়ারি) টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর রাইডার্স। ইনিংসের প্রথম বলেই উইকেট স্বীকার করেন মোহাম্মদ ইরফান। বাহাতি এই পেসারের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ব্রেন্ডন কিং। প্রথম বলে উইকেট হারালেও ওভারের পরের ৫ বলে ১৩ রান তুলে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে রংপুর।


আরও পড়ুন: ভারতীয় শিবিরে মারুফের জোড়া আঘাত


পরের ওভারেই আবারও উইকেট হারায় রংপুর। এবার সৈয়দ খালেদ আহমেদের পাতাফাঁদে পা দেয় দলটি। ডানহাতি এই পেসারের অফ-স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে খেলতে চেয়েছিলেন ওপেনার রনি তালুকদার। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় টপ-এজ হয়ে থার্ডম্যানে ক্যাচ আউটের স্বীকার হন তিনি। মাত্র ৫ রানেই থেমে যায় এই ওপেনারের প্রথম ম্যাচের যাত্রা। এরপর সাকিবকেও ফেরান পেসার খালেদ। মাত্র ২ রানের মাথায় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


এরপর রংপুরকে টেনে তোলার চেষ্টা করেন দলনেতা সোহান ও ওমরজাই। তবে এই জুটিকেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে দেননি দুনিথ ওয়াল্লালাগে। লঙ্কান এই স্পিনারের বল মিড-অফে খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওমরজাই।


পাওয়ার প্লের মধ্যে ৩৭ রানে ৪ উইকেট হারানো রংপুরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন শামীম পাটোয়ারী ও সোহান। এই দুই ব্যাটার চেষ্টা করলেও খুব বেশি সময় এই জুটি টিকতে পারেনি। শোয়েব মালিকের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ব্যক্তিগত ২৩ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রংপুরের অধিনায়ক। এরপর মিরাজের ঘূর্ণিতে ব্যক্তিগত ১০ রানেই ফিরে যান মোহাম্মদ নবিও।


আরও পড়ুন: হাইভোল্টেজ ম্যাচে সাকিব-তামিম মুখোমুখি


অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে লড়াই করা শামীমকেও স্পিন ভেলকি দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারের অফ-স্ট্যাম্পের বলে সুইম করতে চেয়েছিলেন এই ব্যাটার। কিন্তু ব্যাটের কানায় লেগে সোজা স্ট্যাম্পে আঘাত হানে বল। এতে ৩৩ বলে ৩৪ রান থেমেছে তার এই মূল্যবান ইনিংস।


তবে ইনিংসের শেষ দিকে ক্যামিও এক ব্যাটিংয়ে রংপুরকে পথ দেখান শেখ মেহেদী। তবে ইব্রাহিম জাদরানের দারুণ এক ড্রাইভিং ক্যাচে তারও বিদায়ঘণ্টা বেজেছে। আর ঠিক পরের বলেই ফেরেন পেসার হাসান মাহমুদ। এতে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ১৩৪ রানেই থেমেছে রংপুর রাইডার্সের ইনিংস।


বরিশালের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার খালেদ মাহমুদ। এ ছাড়া মিরাজ দুটি স্বীকার করেছেন।


এমএল/