বাণিজ্য মেলায় প্রতারণা করলে স্টল বরাদ্দ বাতিল: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ রাখা হবে না। ভোক্তা অধিদফতরসহ একাধিক মনিটরিং জোরদার থাকবে। প্রতারণার প্রমাণ পেলে বাতিল হবে স্টল।
শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ) উপলক্ষে সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “পরিবহনে যোগাযোগের হাব হিসেবে থাকবে ফার্মগেট। সেখান থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।”
আরও পড়ুন: টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের
আহসানুল ইসলাম আরও বলেন, “রাফতানিকে বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বাড়ানোই বাণিজ্য মেলার মূল লক্ষ্য। গার্মেন্টসের মতো পাট ও চামড়াকে গুরুত্ব দিয়ে রফতানিতে জোর দিতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, “পূর্বাচলে মেলা প্রাঙ্গণে নতুন করে বাকি কাজ শেষের লক্ষ্যে প্রকল্পের ডিজাইন করা হয়েছে। অতীতের বিভিন্ন সমস্যাও সমাধান করা হয়েছে।’
আরও পড়ুন: শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মাঝে স্মরণীয়: প্রধানমন্ত্রী
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, রবিবার ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ উদ্বোধন করা হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ টাকা।
বিভিন্ন ক্যাটগরির ৩৫১টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে এবারের আয়োজনে। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র। বাসের সার্ভিস রুটও বাড়ানো হয়েছে এ বছর।
জেবি/এসবি