এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটনায় হতে পারে লোডশেডিং


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটনায় হতে পারে লোডশেডিং
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


শনিবার (২০ জানুয়ারি)মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালীস্থ LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকাতে খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।


আরও পড়ুন: বাণিজ্য মেলায় প্রতারণা করলে স্টল বরাদ্দ বাতিল: বাণিজ্য প্রতিমন্ত্রী


সাময়িক সময়ের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।


জেবি/এসবি