সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪


সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি
মাশরাফি বিন মোর্ত্তজা - ফাইল ছবি

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  মাশরাফি বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হিসেবে নিয়োগ পেতে চলেছেন আরও চারজন।


সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র। 


১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।


আরও পড়ুন: ফেরি ডুবি: নিখোঁজ সহকারী ড্রাইভারের মরদেহ উদ্ধার


নতুন মুখ হিসেবে  মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।


আরও পড়ুন: কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ


সংসদ সচিবালয় সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।


জেবি/এসবি