সৌম্য ও মুশফিকের ব্যাটে বরিশালের লড়াকু সংগ্রহ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

তামিম ইকবালের ফরচুন বরিশাল প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ করেও ম্যাচ জিততে পারেনি। নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে তামিম-মুশফিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৬২ রানের লক্ষ্য দেয় ফরচুন বরিশাল।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে এসে শুরুটা ভালো করতে পারেননি বরিশালের হয়ে ওপেন করতে আশা মেহেদী হাসান মিরাজ। তানভীর ইসলামের প্রথম বলেই ক্যাচ উঠিয়ে দেন ডান হাতি এই ব্যাটার।
আরও পড়ুন: মাশরাফিকে খেলানোয় রঙ হারাচ্ছে বিপিএল: আশরাফুল
এরপর সৌম্য সরকারকে সাথে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। তবে ইনিংস বড় করতে পারেনি বরিশালের কাপ্তানও। ১৬ বলে ১৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন তামিম ইকবাল। আর ৭ বলে ৮ রান ফেরেন প্রীতম কুমারও।
অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার। ৩১ বল খেলে ৪২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। শোয়েব মালিকও মাত্র ৭ রান করে ফিরে যান। তবে পিচে থিতু হন ফর্মের তুঙ্গে থাকা মুশফিক। ১৭তম ওভারে মোস্তাফিজের বলে টানা তিন বাউন্ডারিতে ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ডান হাতি ব্যাটার।
আরও পড়ুন: বাবর-ওমরজাইয়ের ব্যাটে ভর করেই রংপুরের জয়
শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ৪ এবং দুনিথ ওয়েল্লালাগে ৪ রানে আউট হলে, মুশফিকের ৪৪ বলে ৬৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের লড়াকু সংগ্রহ দাড় করায় বরিশাল।
এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। বোলার ম্যাথু ওয়াল্টার ফোর্ড ও রোস্টন চেজ দুটি করে উইকেট দখল করেন। এ ছাড়াও তানভীর ইসলাম ও খুশদিল শাহ একটি করে উইকেট তুলে নেন।
এমএল/