Logo

ঘন কুয়াশায় ঝাপসা ঢাকা বিমানবন্দর, ৪ ফ্লাইট গেল চট্টগ্রাম

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৪, ২১:৩৭
52Shares
ঘন কুয়াশায় ঝাপসা ঢাকা বিমানবন্দর, ৪ ফ্লাইট গেল চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৪টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলো চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। এছাড়া একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টা পর্যন্ত চলে এই অবস্থা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৫টি যাত্রীবাহী প্লেন ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি চট্টগ্রাম ও ১টি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, দাম্মাম থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হওয়ায় তারা চট্টগ্রাম চলে যায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

চলতি জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। মাসের শেষের দিকে বৃষ্টিপাতের কারণে শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD