হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করানো হয়েছে। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে এখানে আনা হয়েছিল। তিনি এই প্রতিষ্ঠানের ‘সি’ ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। তবে এখন সবকিছুই নিয়ন্ত্রণে আছে। তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনার কাজ করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, তীব্র শীতের কারণে এই অভিনেতা বেশ সমস্যায় পড়েছিলেন। এতে তার অ্যাজমা আরও বেড়ে যায়। শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রসঙ্গত, অভিনেতা জাহিদ হাসান এখনও মিডিয়ায় বেশ সরব একজন ব্যক্তি। অভিনয় করার পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত এই অভিনেতা। বিগত কয়েক বছরে ঈদের সময় টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত জাহিদ হাসানের নাটক।
বিজ্ঞাপন
এমএল/








