Logo

শোয়েব অধ্যায় শেষে নতুন ইঙ্গিত সানিয়া মির্জার

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৪৯
65Shares
শোয়েব অধ্যায় শেষে নতুন ইঙ্গিত সানিয়া মির্জার
ছবি: সংগৃহীত

নতুন করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সাথে গাঁটছড়া বেঁধেছেন এই ক্রিকেটার

বিজ্ঞাপন

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের খবর বেশ পুরনোই বটে। শোয়েব ইতোমধ্যেই নতুন জীবন সঙ্গিনী বেছে নিয়েছেন। নতুন করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সাথে গাঁটছড়া বেঁধেছেন এই ক্রিকেটার।

এদিকে সানার সাথে শোয়েব মালিকের বিয়ের পর সানিয়া আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তার (সানিয়া) পরিবার থেকে এক বিবৃতিতে পাকিস্তানি এই তারকাকে নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই বিবৃতিতে লেখা হয়, সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের কাছ থেকে আড়ালে রেখেছেন। যাই হোক না কেন, আজ এটা জানানোর প্রয়োজন বোধ হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস পূর্বেই হয়ে গেছে। সে নিজেও শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।

তবে সানিয়া মির্জা এবার নতুন কিছুর ইঙ্গিত দিয়েছেন। সানিয়ার এই পোস্ট ঘিরে কেউ কেউ রহস্যের গন্ধও পাচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়ার দেওয়া একটি ছবি ও ক্যাপশন ঘিরেই জল্পনার ঘোর বাড়ছে। সিল্কের গোলাপি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নিজের এই পোস্ট দিয়েছেন এই টেনিস তারকা।

বিজ্ঞাপন

সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব কিছুই সম্ভব’।

বিজ্ঞাপন

এদিকে  অনেকের ধারণা, শোয়েব অধ্যায়ের স্মৃতি মুছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস তারকার এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

একজন কমেন্টে লিখেছেন, আপনি ঠিক সেই কাজটাই সম্পূর্ণ করছেন, যেটা একজন অসৎ মানুষের সাথে করা উচিত আরেকজন আবার লিখেছেন, ঠিকই বলেছেন আপনি। চাইলে সব কিছুই সম্ভব হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১০ সালের এপ্রিলে ভারতীয় এই টেনিস খেলোয়াড় তার নিজ শহর হায়দরাবাদে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সাথে। বছর খানেক ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন ঘিরে বিভিন্ন গুজব ও জল্পনা-কল্পনা চলছিল। তবে এ বিষয়ে দু’পক্ষই নীরব ছিলেন। শোয়েব মালিক ৩৭ বছর বয়সী সানিয়া মির্জাকে ইনস্টাগ্রামে আনফলো করলে এই গুঞ্জন আরও শক্তিশালি হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD