সিলেট ছাড়ার আগে মোটিভেশনাল বক্তব্য দিয়ে গেছেন ম্যাশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪


সিলেট  ছাড়ার আগে মোটিভেশনাল বক্তব্য দিয়ে গেছেন ম্যাশ
মাশরাফি বিন মর্তুজা | ফাইল ছবি

সিলেট স্ট্রাইকার্সের এবারের আসরের দলটি কাগজে কলমে শক্তিশালী নয়। তারপরও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেই বড় কিছুর স্বপ্ন দেখছিল গত আসরের ফাইনালিস্টরা। এখনও পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।


সিলেট পাঁচ ম্যাচের পাঁচটিই হেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে। আবার এরই মধ্যে বড় ধাক্কা খেল দলটি। নিয়মিত অধিনায়ক ম্যাশ রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল ছেড়েছেন। সিলেটেকে তাই পরের ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।


আরও পড়ুন: বড় জয়ে যুব বিশ্বকাপে সেমির পথে জুনিয়র টাইগাররা


দলের সেরা অধিনায়ক চলে গেলেন। পরের ম্যাচের পরিকল্পনা কেমন হচ্ছে? সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনপর্ব সেরে তরুণ পেসার রেজাউর রহমান রাজা সংবাদমাধ্যমের সাথে আলাপে বলেন, ‘মাশরাফি ভাই গতকাল মনে চলে গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মিঠুন ভাইসহ সবাই মিলে অনুশীলন করেছি। টিম মিটিংয়ে পরিকল্পনা করা হবে।’


ক্যাপ্তান যাওয়ার আগে কোনো বার্তা দিয়ে গেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে রাজা বলেন, ‘মাশরাফি ভাই যেহেতু আমাদের দলের ক্যাপ্টেন ছিলেন, যাওয়ার আগে বেশকিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে গেছেন। উনি বলেছেন যে, এমনটা ক্রিকেটে ঘটতেই পারে। তবে যেহেতু আমাদের সামনে আরও সাতটা ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা বেশ জরুরি।’


আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরছেন রিয়াদ


জাওয়াদ আহমেদ রোয়েন চোটে পড়ায় সিলেট দলে বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার সানজামুল ইসলাম। তার অন্তর্ভূক্তি নিয়ে তরুণ এই পেসার বলেন, ‘সানজামুল ভাই ইন্টারন্যাশনাল ম্যাচে অংশগ্রহণ করেছে। ঘরোয়াতেও অনেক অভিজ্ঞতা আছে তার। আমরা অনেক আশাবাদী উনি সুযোগ পেলে ভালো কিছু করবেন।’


সিলেটের পরের ম্যাচ দুরন্ত ঢাকার বিপক্ষে। আর তারাও খুব একটা ভালো ছন্দে নেই। ঢাকার বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবেন কিনা? রেজাউর জানান, ‘আমরা যে পাঁচটা ম্যাচ ইতোপূর্বে খেলেছি। প্রতিটা জয়ের জন্যই খেলেছি। দুর্ভাগ্যবশত আমাদের পক্ষে ফল আসেনি। তবে আমরা পরের ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামব।’


আরও পড়ুন: ফিক্সিং গুজব উড়িয়ে বরিশালে ফিরছেন শোয়েব মালিক


ঢাকা এবারের আসরে ভালো অবস্থায় নেই বলেই তাদের বিপক্ষে জেতার সুযোগ থাকবে, একবাক্যে এমনটা মানতে নারাজ তিনি। রাজা বলেন, ‘আসলে টি-টোয়েন্টি খেলায় বড় দল ছোট দল নেই। এখানে যারা যেদিন ভালো খেলবে, খেলার মোমেন্টাম যাদের পক্ষে থাকবে তারাই ম্যাচ জিতবে।’


এমএল/