ফের হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফের হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা। দুই টেস্ট সিরিজের দুটিতেই জয় পেল রোহিতের দল। কাকতালীয় হলেও দুই টেস্টই তিন দিনের কম সময়ে খেলা শেষ করে দিল ভারত। মোহালির পর বেঙ্গালুরুর পিঙ্ক বলের টেস্টেও অসাধারণ জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা ব্রিগেড। ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার এবং সিরিজ সেরা হন ঋষভ পন্ট।

তবে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলতে যা বোঝায়, সেটাই করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। একা দায়িত্ব নিয়ে দুরন্ত ১০৭ রানের ইনিংস খেলেছেন। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। একমাত্র কুশল মেন্ডিসই ৫৪ রান করেছিলেন। তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত খাত থেকে। 

কারণ, মেন্ডিস ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন একমাত্র ডিকওয়েলা। তাও আবার মাত্র ১২। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যে ফলে করুণারত্নের একার লড়াই ব্যর্থ করে দিয়ে লজ্জাজনকভাবে ২৩৮ রানের ব্যবধানে হারল শ্রীলঙ্কা।

লঙ্কান অধিনায়ক করুণারত্নের লড়াই ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হওয়ার পরেই দু'ম্যাচের টেস্ট সিরিজে ২-০ জয়টা বড় প্রাপ্তি রোহিত শর্মার।

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে ৩০৩ রানে ইনিংসের সমাপ্তির ঘোষণা করে। 

যাতে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষমাত্রা দাঁড়ায় ৪৪৭ রান। কিন্তু শ্রীলঙ্কাকে এবার ২০৮ রানে অলআউট করে ২৩৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।

ভারতের ব্যাটাররা দুই ইনিংসেই খুব বেশি রান করতে পারেননি। তবে অসাধারণ লড়াই করেছেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটসহ দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন জাস্প্রিত বুমরাহ। এছাড়া দুই ইনিংস মিলিয়ে ৩টি উইকেট নিয়েছেন অক্সার প্যাটেল।

এছাড়া প্রথম ইনিংসে ২টি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভার বল করে কোনও উইকেট পাননি পেসার মোহাম্মদ শামি। জাদেজা দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়েছেন।

এসএ/