হজযাত্রী নিবন্ধনের সময় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪


হজযাত্রী নিবন্ধনের সময় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
ফাইল ছবি

হজযাত্রী নিবন্ধনের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।ওই সময়ের মধ্যে আপনার নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!


তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।


আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির প্রাণহানি



প্রাথমিক নিবন্ধন করার পর প্যাকেজের অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারি মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় চলতি বছর হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে না।


জেবি/এসবি