আবারও সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪
বলি পাড়ার অভিনেত্রী আনুশকা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন। গেল কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয় সন্তাদের মা-বাবা হতে যাচ্ছেন তারা। যদিও এ গুঞ্জনে কান দেননি এই তারকা দম্পতি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন যে সত্যি মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
এবি ডি ভিলিয়ার্স বলেন, “তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।”
আরও পড়ুন: হিন্দি সিনেমার প্রভাবে টালিউডে মন্দা, ঢাকামুখী কলকাতার অভিনেত্রীরা
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা শর্মা।
এর আগে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।
আরও পড়ুন: বুবলী কে, তাকে তো আমি চিনি না: অপু বিশ্বাস
গত ২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জেবি/এসবি