ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেল ৩ জনের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪


ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাক উল্টে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ২৭ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।


রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটি ইজতেমা থেকে মাদরাসাছাত্র ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল।


নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) ও ফজলুল হক (১৯)।


আরও পড়ুন: ভালুকায় ৩৮ কোটি টাকায় বিক্রি হয়ে গেল আলোচিত কুমিরের ফার্ম


তার সবাই ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।


গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।


আরও পড়ুন: ভালুকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অর্থ আত্মসাৎতের প্রতিবাদে মানববন্ধন


তিনি জানান, ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ট্রাকে করে তারা সবাই মাদরাসায় ফিরছিলেন। এ সময় রাত সোয়া ১১টার দিকে ভালুকার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি যেতেই হঠাৎ একটি পিকআপভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক কষেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।


এ সময় ঘটনাস্থলেই নাঈম আকন্দের মৃত্যু হয় এবং ট্রাকে থাকা অপরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


জেবি/এসবি