প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দ. আফ্রিকার হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ২৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে ৩য় দিন শেষেই ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: যে কারণে হংকংয়ে খেলেননি, জানালেন মেসি
বুধবার (৭ ফেব্রুয়ারি) আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে সকল উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৭ রান করেছেন পাঁচে নামা ডেভিড বেডিংহাম। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যানের এটিই ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। এছাড়া রেনার্ড ফন টন্ডার ৩১, জুবায়ের হামজা ৩৬ ও রুয়ান ডি সোয়ার্ট ৩৪ রান করেন।
আরও পড়ুন: শিরোপা জেতার লড়াইয়ে ভারতই প্রতিপক্ষ বাংলাদেশের
স্যান্টনার পেয়েছেন মাত্র ৩ উইকেট। তবে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার কাইল জেমিসন। এ ছাড়া ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ২৪০ রান করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
জেবি/এসবি