Logo

নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ৩টি বাড়িঘর ভাঙচুর

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২০
56Shares
নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ৩টি বাড়িঘর ভাঙচুর
ছবি: সংগৃহীত

ঘরে অবস্থানকারী নয়ন শেখের বাবা ও মাকে তাড়িয়ে দিয়ে চলে যায়

বিজ্ঞাপন

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ৩ টি বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। 

লুপটাট করা হয়েছে আসবাবপত্রসহ গবাদিপশু। বুধবার (৭ ফেব্রুয়ারি) শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এই দুইদিন তান্ডব চালিয়ে ঘর ভাংলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এ ঘটনায় পুলিশের জরুররী সেবা ‘৯৯৯” এ ফোন করেও কোন সহযোগিতা পাননি ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে,‘তারাপুর গ্রামের নয়ন শেখ এর পরিবারের সাথে একই গ্রামের জুবায়ের শেখ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (৪ ফেব্রুয়ারি) প্রতিপক্ষ জুবায়ের কে আক্রমন করে নয়ন শেখের পক্ষের জুরাইল শেখের লোকজন। জুবায়ের শেখ সামান্য আহত হয়েই নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার জের ধরে জুবায়ের শেখ পক্ষীয় আসাদ শেখের নেতৃত্বে বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে নয়ন শেখের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ৪ টি গরু লুট করে ও ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘরে অবস্থানকারী নয়ন শেখের বাবা ও মাকে তাড়িয়ে দিয়ে চলে যায়। শুক্রবার রাত ১২ টা থেকে ৩ ঘন্টা ধরে ভাংচুর চালিয়ে দুটি টিনশেড দালান মাটির সাথে মিশিয়ে দেয়, এবং নির্মানাধীন বাড়ির ছাদ ভেঙ্গে ফেলে।

ঘটনার সময় নয়ন শেখ এর ৪ ভাই এলাকার বাইরে থাকায় থানায় অভিযোগ করতে পারেননি। নয়ন শেখ বলেন,‘তারা ৩ ঘন্টা ধরে আমাদের বাড়িঘর ভাংচুর করছিলো,আমি খুলনার দৌলতপুর থেকে পুলিশের ‘৯৯৯’ এ ফোন করলে তারা আমাকে মির্জাপুর ফাড়িতে যোগাযোগ করতে বলে। আমি ফাড়িতে যোগাযোগ করতে না পারায় আমার ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খড়রিয়া গ্রামের প্রতিবেশি মুজাহিদ সিকদার,দ্বীন মোহাম্মদ ও জাহিদ হাসান বলেন, আমরা বাড়ি ভাংচুরের ঘটনা শুনে এসেছি ভেবেছিলাম অল্প ভেঙ্গেছে এখন দেখছি এটা অমানবিক কান্ড। একটি মানুষের আশ্রয়স্থল ভেঙ্গে গুড়িয়ে ফেলা এটা অনেক বড় অন্যায়। 

এদিকে ভাংচুরের নেতৃত্বে থাকা পাশের বাড়ির আসাদ শেখের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রত্না বেগম জানান,রাতে কারা ঘর ভেঙ্গেছে তা আমরা কেউ জানিনা। 

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD