জরিমানার ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪
গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ছিল ৭৫ হাজার টাকা। কিন্তু সেটি বাড়িয়ে তিন লাখ টাকা নির্ধারণ করছে সরকার।
রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, “এখন থেকে দুই পক্ষের চার জনের উপস্থিতিতে গ্রাম আদালতের সভাপতি সিদ্ধান্ত নিতে পারবেন। আগে এটা পরিষ্কার ছিল না।”
আরও পড়ুন: জিআই পণ্য নিয়ে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, “গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু এটি সংসদে উপস্থাপন না হয়নি। এর মধ্যে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠিত হয়েছে। ফলে নতুন মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিল। এখন নতুন মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।”
আরও পড়ুন: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব
এর আগে, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ২০১৩ সালে গ্রাম আদালত আইন সংশোধন করে জরিমানা করার ক্ষমতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেছিল সরকার।
জেবি/এসবি