বউয়ের জন্য বাবাকে ত্যাগ জাদেজার, মুখ খুললেন রিভাবা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪


বউয়ের জন্য বাবাকে ত্যাগ জাদেজার, মুখ খুললেন রিভাবা
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা দিন কয়েক আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন। পুত্রবধূ রিভাবার কারণে তাকে ত্যাগ করেছেন ছেলে জাদেজা। এমনকি একই শহরে থাকা সত্ত্বেও ছেলের সাথে দেখা হয় না, অনিরুদ্ধ সিং জাদেজার বিপক্ষে এমন অভিযোগে রীতিমতো হইচই পড়ে যায়।


বাবার বিস্ফোরক অভিযোগের পর বউয়ের পক্ষ নিয়ে মন্তব্য করেছিলেন এই অলরাউন্ডার। এতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার তার স্ত্রীকেও প্রশ্নের মুখোমুখি হতে হলো। যা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন তিনি।


রিভাবা জাদেজার স্ত্রী হওয়ার পাশাপাশি গুজরাটের জামনগর উত্তর বিধানসভার বিজেপি বিধায়কও। দলীয় একটি কর্মসূচিতে তাকে শ্বশুরের করা অভিযোগ নিয়ে কিছু প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনেই বিরক্ত হন বিধায়ক। তিনি বলেন, ‘এখানে আমরা কিজণ্য জড়ো হয়েছি? এটা হলো রাজনৈতিক কর্মসূচি। এখানে পারিবারিক প্রশ্নের উত্তর দেব না। আপনাদের কিছু জানার থাকলে আমার সাথে অন্য সময় আলাপ করুন। সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আমারও অনেক কিছুই বলার আছে।’ স্পষ্ট করে উত্তর না দিলেও তার কথায় স্পষ্ট, রিভাবার অনেক অভিযোগ রয়েছে শ্বশুরের বিরুদ্ধে।


আরও পড়ুন: ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ অস্ট্রেলিয়ার


গুজরাটি গণমাধ্যম ‘দিব্য ভাস্কর’–এ দেওয়া সাক্ষাৎকারে প্রথম বিষয়টি অনিরুদ্ধসিং সামনে আনেন। যা নিয়ে পরে ভারতের অন্যান্য গণমাধ্যমও প্রতিবেদন করেছে। তিনি, ‘আপনি কি চাচ্ছেন সত্য কথা বলি? রবীন্দ্র এবং তার স্ত্রী রিভাবার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা তাদেরকে কল (ফোন) দিই না, আর তারাও আমাদের কল (ফোন) দেয় না। তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরই সমস্যার শুরুহয়। বর্তমানে আমি জামনগরে একাই থাকি। আর তারা আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না কখনো। তার স্ত্রী তাকে কী এমন জাদু করেছে আমি জানি না।’


অনিরুদ্ধসিং আরও বলেন, ‘সে (জাদেজা) আমার ছেলে আর এ ব্যাপারটাই আমাকে অনেক পোড়ায়। এখন মনে হয় যদি তাকে বিয়ে না করাতাম! সে খেলোয়ার না হলেও ভালো হতো। তাহলে এখন আর এসব সমস্যায় আমাদের পড়তে হতো না।’ তার দাবি, ‘বিয়ের তিন মাসের মধ্যেই সে (রিভাবা) আমাকে বলেছে, আমার সবকিছু তার নামে লিখে দিতে হবে। এটা নিয়ে পরিবারে কলহের সৃষ্টি করে সে। সে এই পরিবারের অংশ হতে চায়নি, স্বাধীনভাবে থাকতে চেয়েছে। আমার কিংবা ন্যয়নাবার (জাদেজার বোন) ভুল হতে পারে কিন্তু আপনারা বলুন তো, আমার পরিবারের ৫০ জন সদস্য কি একসাথে ভুল করতে পারে? পরিবারের কারও সাথে সম্পর্ক নেই শুধু ঘৃণা ছাড়া। আমি আর কোনো কিছুই লুকাতে চাই না। গত পাঁচ বছরে নিজের নাতনির মুখও আমি দেখিনি।’


আরও পড়ুন: প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ ইতিহাস গড়লেন


পরবর্তীতে সেই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটা দেখে নিজের এক্স অ্যাকাউন্টে জবাব দিয়েছেন ক্রিকেটার জাদেজা। গুজরাটি ভাষায় তিনি লিখেছেন যে, ‘সাজানো সাক্ষাৎকারে কী এমন বলা হলো, আসুন সেসব বিষয় বর্জন করি। যথেষ্ঠ সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সবকিছুই অর্থহীন এবং মিথ্যা। সেগুলো হলো একপক্ষীয় মন্তব্য, যা আমি সম্পূর্ণ অস্বীকার করি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাটা অনুচিৎ এবং নিন্দনীয় বিষয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু সবার সামনে সেগুলো না বলাই অনেক ভালো হবে।’


উল্লেখ্য, জাদেজা ২০১৬ সালে রিভাবাকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে কন্যাসন্তান নিধ্যানার আগমন ঘটে। জাদেজার স্ত্রী রিভাবা বিজেপি থেকে জামনগর উত্তরের বর্তমান এমএলএ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। যেখানে সে কংগ্রেস থেকে ভোটে দাঁড়ানো জাদেজার বোন ন্যয়নাবাকে হারিয়ে এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন।


এমএল/