Logo

প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ ইতিহাস গড়লেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫২
42Shares
প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ ইতিহাস গড়লেন
ছবি: সংগৃহীত

তিনি ইতিহাস গড়ার দিনে বিশ্বের প্রথম বোলার হিসেবে আরও এক অবিশ্বাস্য কৃতিত্বে নাম লিখিয়েছেন

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় কোনো পেসার আজও পর্যন্ত যে উচ্চতায় পৌঁছতে পারেননি, সেই স্থানই জয় করলেন পেস বোলার জাসপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই ক্রিকেটার। তিনি ইতিহাস গড়ার দিনে বিশ্বের প্রথম বোলার হিসেবে আরও এক অবিশ্বাস্য কৃতিত্বে নাম লিখিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। এর আগে, ভারতীয় স্পিনার বোলারদের টেস্ট রাজমুকুট পরতে দেখা গেছে। তবে এবার বুমরাহ-ই সেই ইতিহাস লিখলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন এই পেসার। ফলে টেস্ট সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ডাবল সেঞ্চুরি করা জসওয়াল ও সেঞ্চুরি মারা শুভমান গিলকে টপকে লুফে নেন ম্যাচসেরার পুরস্কারও।

এবার এমন দাপুটে পারফর্ম্যান্সের জেরেই এক লাফে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬টি এবং দ্বিতীয় টেস্টে ৩টি উইকেট শিকার করেন। এরপরও স্বদেশি পেস বোলারের কাছেই শীর্ষস্থান হারালেন তিনি। অশ্বিনকে সরিয়েই টেস্ট বোলারদের সিংহাসন দখল করেন বুমরাহ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।

বিশ্বের একমাত্র বোলার হিসেবে বুমরাহ তিন ফরম্যাটে কখনো-না কখনো আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন। অনেকে দুই ফরম্যাটে সেরা হলেও টেস্ট বিবেচনায় ভারতীয় এই পেসারই প্রথম ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার বিশ্বসেরা হন বুমরাহ। এ ছাড়া ২০১৭ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বিশ্বের এক নম্বর বোলারের মুকুট মাথায় পরেছিলেন তিনি।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD