প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ ইতিহাস গড়লেন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪


প্রথম ভারতীয় পেসার হিসেবে বুমরাহ ইতিহাস গড়লেন
জাসপ্রীত বুমরাহ | ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় কোনো পেসার আজও পর্যন্ত যে উচ্চতায় পৌঁছতে পারেননি, সেই স্থানই জয় করলেন পেস বোলার জাসপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই ক্রিকেটার। তিনি ইতিহাস গড়ার দিনে বিশ্বের প্রথম বোলার হিসেবে আরও এক অবিশ্বাস্য কৃতিত্বে নাম লিখিয়েছেন।


আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। এর আগে, ভারতীয় স্পিনার বোলারদের টেস্ট রাজমুকুট পরতে দেখা গেছে। তবে এবার বুমরাহ-ই সেই ইতিহাস লিখলেন।


আরও পড়ুন: প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দ. আফ্রিকার হার


ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন এই পেসার। ফলে টেস্ট সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ডাবল সেঞ্চুরি করা জসওয়াল ও সেঞ্চুরি মারা শুভমান গিলকে টপকে লুফে নেন ম্যাচসেরার পুরস্কারও।


এবার এমন দাপুটে পারফর্ম্যান্সের জেরেই এক লাফে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন তিনি।


আরও পড়ুন: ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ভারতের দুর্দান্ত কামব্যাক


অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬টি এবং দ্বিতীয় টেস্টে ৩টি উইকেট শিকার করেন। এরপরও স্বদেশি পেস বোলারের কাছেই শীর্ষস্থান হারালেন তিনি। অশ্বিনকে সরিয়েই টেস্ট বোলারদের সিংহাসন দখল করেন বুমরাহ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।


বিশ্বের একমাত্র বোলার হিসেবে বুমরাহ তিন ফরম্যাটে কখনো-না কখনো আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন। অনেকে দুই ফরম্যাটে সেরা হলেও টেস্ট বিবেচনায় ভারতীয় এই পেসারই প্রথম ক্রিকেটার।


আরও পড়ুন: ক্যারিবীয়দের গুঁড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার


২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার বিশ্বসেরা হন বুমরাহ। এ ছাড়া ২০১৭ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বিশ্বের এক নম্বর বোলারের মুকুট মাথায় পরেছিলেন তিনি।


এমএল/