বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩ পিএম, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

যশোরের বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ হেরোইনের পুরিয়াসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের কবির উদ্দিন (৬৫)।
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক
বুধবার ( ১৪ ফেব্রয়ারী) রাত ৯ টার সময় বেনাপোল পোর্টথানার ভবেরবেড় রেলের সরকারি কোয়াটার বাসা থেকে তাকে আটক করে
এদিকে স্থানীয়রা জানায় কবির উদ্দিন দীর্ঘদিন ধরে সরকারি রেল কোয়াটারে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ও ভারত থেকে সে ইরোইন নিয়ে আসে এবং এলাকায় বিভিন্ন জায়গায় বিক্রয় করে।
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রাম হতে হেরোইনের পুরিয়া (একশত পঞ্চাশ) টি, যার ওজন পাঁচ গ্রামসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরএক্স/