দেশে মাথাপিছু আয় বেড়ে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪


দেশে মাথাপিছু আয় বেড়ে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা
ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।


বিবিএসের সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


সরকারি সংস্থাটি জানায়, “২০১৯-২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। এরপর ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। পরের অর্থবছরে (২০২১-২২) মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। সবশেষ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।”


আরও পড়ুন: ১৫ বছর পর বিসিএসের ভাইভায় ডাক পেলেন দেবদাস


ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় মাথাপিছু আয় প্রকাশ করেছে সরকারি বিবিএস।


এছাড়া ২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।


জেবি/এসবি