Logo

হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২২:২৯
51Shares
হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।

বিজ্ঞাপন

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। 

বিজ্ঞাপন

নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রিয়াঙ্কা গান্ধী জানান, উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, প্রিয়াঙ্কার অসুস্থ হওয়া নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি করেন, গান্ধী ভাই-বোনের মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা তৈরি হয়েছে। বেড়েছে দূরত্ব। সেই কারণেই রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছর সোনিয়া গান্ধী লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি মনোনয়ন জমা করেছেন। তাই মায়ের রায়বরেলি আসন থেকেই লোকসভায় যেতে চাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেসের তরফে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD