Logo

শাকিবের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০৮
95Shares
শাকিবের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে
ছবি: সংগৃহীত

সোনাল চৌহানের সাথেও জুটি বেঁধে কাজ করেছেন শাকিব

বিজ্ঞাপন

শাকিব খান ঢাকাই ছবির সুপারস্টারখ্যাত অভিনেতা। একের পর এক নতুন সিনেমার ঘোষণায় ধামাকা দিয়ে যাচ্ছেন এই নায়ক। ইতোমধ্যে ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেত্রীর সাথে জুটিগড়ে কাজ করেছেন তিনি। বলিউড নায়িকা সোনাল চৌহানের সাথেও জুটি বেঁধে কাজ করেছেন শাকিব।

শুধু এপার বাংলা, ওপার বাংলা কিংবা মুম্বাই নয় শিগগিরই মার্কিন নায়িকা কোর্টনি কফির সাথেও পর্দায় দেখা যাবে এই সুপারস্টারকে। তবে এবার শাকিবের নায়িকা হয়ে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।

বিজ্ঞাপন

শাকিব বর্তমানে ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। এরপরই তিনি অংশনিবেন ‘তুফান’ সিনেমার শুটিংয়ে। আর এই সিনেমাতেই নাকি মিমিকে সুপারস্টার শাকিবের বিপরীতে দেখা যাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী মার্চে ভারতের রামোজিতে শুরু করা হবে ‘তুফান’ সিনেমার শুটিং। এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তবে সিনেমায় অভিনেত্রী ইস্যুতে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন।

বিজ্ঞাপন

সিনেমার নির্মাতা রায়হান রাফি জানান ইতোমধ্যে রামোজি ফিল্ম সিটিতে ‘তুফান’র জন্য বিশাল চারটি সেট তৈরি হয়েছে। সেই সেটে তুলে ধরা হবে নব্বই দশকের সেই সময়কার বাংলাদেশকে। নব্বইয়ের দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাট এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, বাংলাদেশে এর আগে কোনো ছবির জন্য এত বড় সেট তৈরি হয়েছে বলে আমার জানা নেই। নব্বইয়ের দশকের তিনটি বড় বড় শহর পর্দায় প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নির্মাতা রাফি প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিবের ‘তুফান’ সিনেমা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD