হুমায়ূনের রসিকতা এখন বইমেলায়


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪


হুমায়ূনের রসিকতা এখন বইমেলায়
ছবি: সংগৃহীত

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা-সাহিত্যিক। যাকে ঘিরে এখনো পাঠকদের উম্মাদনার শেষ নেই। হুমায়ূন আহমেদ মানেই বাঙালির আবেগ, অনুভূতি আর মুগ্ধতার নাম। দারুণ রসবোধ সম্পূর্ণ অন্য এক হুমায়ূন কে কতজন পাঠক জানেন? হ্যাঁ! বেশির ভাগ হুমায়ূন প্রেমীরাই তা জানেন। 


কাছের মানুষ,বন্ধু-বান্ধব, অভিনেতা-অভিনেত্রী সবার সাথেই মজা করতে পছন্দ করতেন। কিছু রসবোধের কথা তিঁনি লিপিবদ্ধ করে গেছেন। আর কিছু রসবোধ বা হাসির ঘটনা তাঁর পরিচিতজন বা কাছের মানুষদের বয়ানে উঠে এসেছে। 


আরও পড়ুন: নুপা আলমের তৃতীয় বই ‘কথন স্রোত’


হুমায়ূনের এ সব হাস্যরসাত্নক গল্পই তুলে এনেছেন এ সময়ের তরুণ কথা-সাহিত্যিক রকিবুল আমিন। 


অমর একুশে বইমেলা ২০২৪, সময় প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলায় সময়ের প্যাভিলিয়ন নং ৩০ বইটি পাওয়া যাবে। এ ছাড়াও বিভিন্ন অনলাইন বুক শপেও বইটি পাওয়া যাবে।  উল্লেখ্য,  রকিবুল আমিন এটি ১৫ তম বই।


আরও পড়ুন: বইমেলায় রায়হান আহমেদ তামীমের কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’


বইটি সম্পর্কে লেখক রকিবুল আমিন বলেন, হুমায়ূন প্রেমীদের বইটি দারুণ আনন্দ দিবে। আমরা দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি, হাসতে ভুলে গেছি। আমার বিশ্বাস বইটি পাঠকদের নির্মল আনন্দ দেবে। হাসতে হাসতে অনেকে মাটিতে লুটিয়ে পড়বে।


জেবি/এসবি