Logo

পাকিস্তানের সরকার গঠন ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৪৩
52Shares
পাকিস্তানের সরকার গঠন ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ
ছবি: সংগৃহীত

সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে

বিজ্ঞাপন

পাকিস্তানে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যে সম্পন্ন হবে জাতীয় ও প্রতিটি প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণের কাজ। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তা শনিবার (২ মার্চ) মধ্যে শেষ করতে হবে।

এর পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ভোট করতে চায় পিএমএলএন-পিপিপি জোট। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ।

বিজ্ঞাপন

গণমাধ্যম দৈনিক দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তানের সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুযায়ী, আসন্ন সিনেট ভোটের আগে শনিবার (৯ মার্চ) মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করছে শাহবাজ শরিফের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি।

বিজ্ঞাপন

দেশটির সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুসারে, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

বিজ্ঞাপন

সূত্রের বরাত দিয়ে দৈনিক দ্য নিউজ আরও জানিয়েছে, বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার (৮ মার্চ) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক, এমনটাই চাইছে পিপিপি, পিএমএল-এন ও তাদের অংশীদাররা চায়। এরপর সিনেট ভোট করতে চায় শাহবাজ-বিলওয়ালদের জোট।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) পিএমএল-এন এবং পিপিপি ঘোষণা দিয়েছে যে, তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট এবং শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মতী প্রদান করেছে।

বিজ্ঞাপন

দ্য নিউজকে পিপিপির সিনেটর ফারুক এইচ নায়েক বলেছেন, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ৩০ দিনের ভিতরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসেবে, শনিবার (৯ মার্চ) আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD