পাকিস্তানের সরকার গঠন ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যে সম্পন্ন হবে জাতীয় ও প্রতিটি প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণের কাজ। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তা শনিবার (২ মার্চ) মধ্যে শেষ করতে হবে।
এর পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ভোট করতে চায় পিএমএলএন-পিপিপি জোট। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ।
গণমাধ্যম দৈনিক দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তানের সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুযায়ী, আসন্ন সিনেট ভোটের আগে শনিবার (৯ মার্চ) মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করছে শাহবাজ শরিফের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি।
আরও পড়ুন: পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি
দেশটির সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুসারে, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
সূত্রের বরাত দিয়ে দৈনিক দ্য নিউজ আরও জানিয়েছে, বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার (৮ মার্চ) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক, এমনটাই চাইছে পিপিপি, পিএমএল-এন ও তাদের অংশীদাররা চায়। এরপর সিনেট ভোট করতে চায় শাহবাজ-বিলওয়ালদের জোট।
আরও পড়ুন: নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিআইয়ের পিটিশন দায়ের
এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) পিএমএল-এন এবং পিপিপি ঘোষণা দিয়েছে যে, তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট এবং শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মতী প্রদান করেছে।
দ্য নিউজকে পিপিপির সিনেটর ফারুক এইচ নায়েক বলেছেন, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ৩০ দিনের ভিতরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসেবে, শনিবার (৯ মার্চ) আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে গ্রেফতার

দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে ইউক্রেন-রাশিয়া শান্তির সম্ভাবনা: ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল
