মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল 


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৪ এএম, ২২শে আগস্ট ২০২৫


মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল 
ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এই অর্জন মার্কিন সামরিক ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই উচ্চ পদমর্যাদা লাভ করার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে শরিফুল খান ছিলেন একজন।


আরও পড়ুন: কলকাতায় বাংলায় কথা বলায় দুই যুবককে মারধর, ক্ষোভে ফুঁসছে রাজ্য


মার্কিন প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইট থেকে শরিফুল খানের পদোন্নতির তথ্য পাওয়া গেছে। এছাড়া, বুধবার (২০ আগস্ট) নতুন পদে শরিফুল এম. খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।


মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকার’ স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।


গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।


শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর একজন কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেটর এবং উৎক্ষেপণে তাঁর দীর্ঘ এবং সফল সামরিক অভিজ্ঞতা রয়েছে। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে স্কোয়াড্রন এবং উইং পর্যায়ে কমান্ডিং পদের দায়িত্ব।


আরও পড়ুন: ভারতের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান


তাঁর এই পদোন্নতি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্যেরই প্রতিফলন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য একটি গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে যেকোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি সফল হতে পারেন, এমনকি মার্কিন সামরিক বাহিনীর মতো একটি কঠোর এবং প্রতিযোগিতামূলক পরিবেশেও।


এমএল/