খেলা শেষে মাঠেই ক্রিকেটারের মৃত্যু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

খেলার মাঠে প্লেয়ারের আকস্মাৎ মৃত্যু এটা নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট কিংবা ফুটবল সব ক্ষেত্রেই অকাল মৃত্যুর বেশকিছু উদাহরণ রয়েছে। খেলতে নামার আগ মুহূর্তে, খেলা চলাকালীন সময়ে অথবা খেলা শেষের পর আকস্মাৎ মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে খেলাপ্রেমীরা। ম্যাচের শেষে হার্ট অ্যাটাকে দুনিয়ার মায়া ত্যাগ করলেন কর্ণাটকের হয়ে খেলা ওয়াইসি হোইসালা।
ভারতের সমর্থকরা এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পরই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে মাঠ মাতাতেন ওয়াইসি হোইসালা। তিনি তার রাজ্যের হয়ে একটি ম্যাচ শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হন। আর এই আকস্মাৎ হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু বরণ করেছেন ওয়াইসি হোইসালা।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে আসছে বড় রদবদল, নজর কাদের দিকে?
বেঙ্গালুরুতে এক টুর্নামেন্ট চলাকালীন হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে। এইজিস সাউথ জোন টুর্নামেন্টের ম্যাচের শেষে মারা যান এই ক্রিকেটার। ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন; ঠিক সেই সময় মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন তিনি।
হঠাৎ করেই মাঠের মধ্যেই জ্ঞান হারান ওয়াইসি হোইসালা। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সবাই ছুটে আসেন। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। এরপরই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: ২০২৪ আইপিএলের আংশিক সূচি প্রকাশ হয়েছে
বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। আর সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা দেন। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার বেঙ্গালুরুতে কর্ণাটকের হয়ে মাঠে নেমেছিলেন। কর্ণাটকের আরএসআই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ুর দল।
অনূর্ধ্ব-২৫ পর্যায়ে কর্ণাটকের হয়ে খেলেছেন তিনি। কর্ণাটক প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ ছিলেন ৩৪ বছর বয়সী ওয়াইসি হোইসালা।
এমএল/