Logo

২০২৪ আইপিএলের আংশিক সূচি প্রকাশ হয়েছে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩৪
46Shares
২০২৪ আইপিএলের আংশিক সূচি প্রকাশ হয়েছে
ছবি: সংগৃহীত

সিএসরাত সাড়ে ৮টায় মাকে-আরসিবির এই ম্যাচটি ঠে গড়াবে

বিজ্ঞাপন

চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন দুই দিন আগেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর ‍সময়। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠবে আইপিএলের ১৭তম আসরের। এবার জনপ্রিয় এই টুর্নামেন্টটির আংশিক সূচিও ঘোষণা করা হয়েছে। অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে।

আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই সূচি জানিয়েছেন। যেখানে আইপিএলের প্রথম দুই সপ্তাহের ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। সিএসকে-আরসিবির এই ম্যাচটি রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২২ মার্চ (শুক্রবার) টুর্নামেন্ট শুরুর পরের দু’দিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। এরপর আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আবার ৭ এপ্রিল দুটি ম্যাচ হবে। আপাতত ওইদিন পর্যন্ত আইপিএলের ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এবারের আইপিএলে চারটি প্লে-অফ’সহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আংশিক সূচি ঘোষণার বিশেষ কারণও ব্যাখ্যা করেছে। তাদের দাবি— ভারতের জাতীয় নির্বাচন সন্নিকটে। এর ভেতরই প্রধান নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করলে, তার সাথে মিল রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচিও প্রকাশ করা হবে। আগামী এপ্রিল-মে মাসের মাঝামাঝিতে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাব্য সময়ও আগামী ২৬ মে। আর এর পাঁচদিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ১৫ দিনের আইপিএল ম্যাচের সূচি:

১. আরসিবি বনাম চেন্নাই- ২২ মার্চ (চেন্নাই, রাত ৮.৩০ মিনিট)।

বিজ্ঞাপন

২. দিল্লি বনাম পাঞ্জাব- ২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)।

৩. হায়দরাবাদ বনাম কলকাতা- ২৩ মার্চ (কলকাতা, রাত ৮টা)।

৪. লখনৌ বনাম রাজস্থান- ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)।

বিজ্ঞাপন

৫. মুম্বাই বনাম গুজরাট- ২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)।

৬. পাঞ্জাব বনাম আরসিবি- ২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।

বিজ্ঞাপন

৭. গুজরাট বনাম চেন্নাই- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।

৮. মুম্বাই বনাম হায়দরাবাদ- ২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)।

৯. দিল্লি বনাম রাজস্থান- ২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)।

বিজ্ঞাপন

১০. কলকাতা বনাম আরসিবি- ২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।

১১. পাঞ্জাব বনাম লখনৌ- ৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)।

বিজ্ঞাপন

১২. হায়দরাবাদ বনাম গুজরাট- ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)।

১৩. চেন্নাই বনাম দিল্লি- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।

১৪. রাজস্থান বনাম মুম্বাই- ১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।

১৫. লখনৌ বনাম আরসিবি- ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)।

১৬. কলকাতা বনাম দিল্লি- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)।

১৭. পাঞ্জাব বনাম গুজরাট- ৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)।

১৮.  চেন্নাই বনাম হায়দরাবাদ- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।

১৯. আরসিবি বনাম রাজস্থান- ৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)।

২০. দিল্লি বনাম মুম্বাই- ৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।

২১. গুজরাট বনাম লখনৌ- ৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)।

আইপিএল ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD