Logo

সানিয়ার নাম শুনতেই রেগে গেলেন শোয়েবের নতুন স্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:১৬
57Shares
সানিয়ার নাম শুনতেই রেগে গেলেন শোয়েবের নতুন স্ত্রী
ছবি: সংগৃহীত

এবার চরম ‘টিটকিরি’-র শিকার হতে হল সানাকে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর এবার সেই ধাক্কা সামলে নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে দুবাই থেকে নিয়ে গেছেন ভারতে। এমনকী নিজের কাজের জগতে ব্যস্ত হয়ে পড়েছেন সানিয়া মির্জা। অপরদিকে, সানিয়াকে জীবন থেকে বাদ দিলেও ভারতীয় টেনিস তারকার নাম কিছুতেই পিছু ছাড়ছে না শোয়েব মালিক ও তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী সানা জাভেদের। এবার চরম ‘টিটকিরি’-র শিকার হতে হল সানাকে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতানের মাঠে করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানের খেলায় করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব। এদিন স্বামীর খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা। সানা বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন। তাকে চিনে ফেলেন দর্শকেরা। সানিয়ার নামে চিৎকার করে উত্যক্ত করতে থাকেন তারা। এ কথা শুনে রেগে যান। তিনি দর্শকদের দিকে একবার তাকিয়ে তার পর মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সানিয়া ও শোয়েবের গত কয়েক বছর ধরে সম্পর্ক ভালো ছিল না। দুই জনে আলাদা থাকছিলেন। গেল ২০ জানুয়ারি পাকিস্তান অভিনেত্রী সানার সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ করেন শোয়েব। তারপরেই জানা যায়, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। উল্লেখ্য, সানিয়া মির্জার আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন আয়েশা সিদ্দিকি নামের এক হায়দরাবাদের নারীকে। পাশাপাশি সানারও এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানের এক গায়ককে বিয়ে করেছিলেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD